ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৬৩
সালাতুদ দুহা বা চাশতের সুন্নত
(৮৬৩) আবু দারদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সালাতুদ দুহা (চাশতের সালাত) দুই রাকআত আদায় করবে, সে ব্যক্তি অমনোযোগী বলে গণ্য (লিখিত) হবে না। আর যে ব্যক্তি তা চার রাকআত আদায় করবে, আবিদ বান্দাগণের মধ্যে তার নাম লিখিত হবে। আর যে ব্যক্তি ছয় রাকআত আদায় করবে তার ওই দিনের জন্য তা যথেষ্ট হবে। আর যে ব্যক্তি আট রাকআত আদায় করবে, নেককার একনিষ্ঠ অনুগত বান্দাগণের মধ্যে তার নাম লেখা হবে। আর যে ব্যক্তি বারো রাকআত আদায় করবে তার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি তৈরী করবেন।
عن أبي الدرداء رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صلى الضحى ركعتين لم يكتب من الغافلين ومن صلى أربعا كتب من العابدين ومن صلى ستا كفي ذلك اليوم ومن صلى ثمانيا كتبه الله من القانتين ومن صلى ثنتي عشرة بنى الله له بيتا في الجنة

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, সালাতুদ দুহার মূল নির্দেশনা বুখারি ও মুসলিমের হাদীসে রয়েছে ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৮৬৩ | মুসলিম বাংলা