ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৮৬৬
ওযুর সুন্নত বা তাহিয়্যাতুল ওযু
(৮৬৬) উকবাহ ইবন আমির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোনো মুসলিম যদি ওযু করে এবং তা পূর্ণরূপে সম্পন্ন করে অতঃপর সে দাঁড়িয়ে তার মুখ ও মনের পরিপূর্ণ একাগ্রতা ও মনোযোগ দিয়ে দুই রাকআত সালাত আদায় করে, তাহলে তার জন্য জান্নাত নির্ধারিত করা হবে।
عن عقبة بن عامر رضي الله عنه مرفوعا: ما من مسلم يتوضأ فيحسن وضوءه ثم يقوم فيصلي ركعتين مقبل عليهما بقلبه ووجهه إلا وجبت له الجنة

তাহকীক:
তাহকীক চলমান