ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৮৬৭
সালাতুল হাজাত বা প্রয়োজনের সালাত
(৮৬৭) উসমান ইবন হুনাইফ রা. বলেন, এক অন্ধ ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে বলেন, আপনি আমার জন্য আল্লাহর নিকট দুআ করুন যেন তিনি আমাকে সুস্থ করে দেন। তিনি বলেন, তুমি যদি চাও তাহলে তা দেরি করব, সেটা তোমার আখিরাতের জন্য উত্তম। আর যদি চাও তাহলে তোমার জন্য দুআ করব। লোকটি বলেন, না, বরং আপনি আমার জন্য আল্লাহর নিকট দুআ করুন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে নির্দেশ দেন যে, সে ওযু করবে, এরপর দুই রাকআত সালাত আদায় করবে এবং এই বলে দুআ করবে, 'হে আল্লাহ, আমি আপনার নিকট প্রার্থনা করছি এবং আপনার দিকে মুখ ফেরাচ্ছি (মনোনিবেশ করছি) আপনার নবী, রহমতের নবী মুহাম্মাদ (ﷺ) এর দ্বারা। হে মুহাম্মাদ, আমি আমার এই প্রয়োজনে আমার প্রভুর দিকে মুখ ফেরাচ্ছি আপনার দ্বারা, যেন আমার প্রয়োজনটি মেটানো হয় । হে আল্লাহ, আপনি তাঁর বিষয়ে আমার সুপারিশ কবুল করুন এবং আমার বিষয়ে তাঁর সুপারিশ কবুল করুন'। লোকটি নির্দেশানুসারে কর্ম করে এবং সুস্থতা লাভ করে।
عن عثمان بن حنيف رضي الله عنه أن رجلا ضريرا أتى النبي صلى الله عليه وسلم فقال: يا نبي الله ادع الله أن يعافيني فقال: إن شئت أخرت ذلك فهو أفضل لآخرتك وإن شئت دعوت لك قال: لا بل ادع الله لي فأمره أن يتوضأ وأن يصلي ركعتين وأن يدعو بهذا الدعاء: اللهم إني أسألك وأتوجه إليك بنبيك محمد صلى الله عليه وسلم نبي الرحمة يا محمد إني أتوجه بك إلى ربي في حاجتي هذه فتقضي وتشفعني فيه وتشفعه في. ففعل الرجل فبرئ

তাহকীক:
তাহকীক চলমান