ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৮৫৮
ফজরের সুন্নত ফজরের ইকামতের সময় আদায়
(৮৫৮) ইবন আব্বাস রা. বলেন, ফজরের ইকামত দেওয়ার পরে একব্যক্তি ফজরের সুন্নত দুই রাকআত আদায়ের জন্য দাঁড়ায়। তখন রাসূলুল্লাহ (ﷺ) তার পোশাক ধরে টান দেন, অতঃপর বলেন, তুমি কি ফজরের সালাত চার রাকআত পড়বে?
عن ابن عباس رضي الله عنهما قال: أقيمت صلاة الصبح فقام رجل يصلي الركعتين فجذب رسول الله صلى الله عليه وسلم بثوبه فقال أتصلي الصبح أربعا؟

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৮৫৯
ফজরের সুন্নত ফজরের ইকামতের সময় আদায়
(৮৫৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা ফজরের সুন্নত দুই রাকআত পরিত্যাগ করবে না, যদিও শত্রুদের অশ্বারোহী বাহিনী তোমাদের তাড়া করে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: لا تدعوا ركعتي الفجر وإن طردتكم الخيل

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮৬০
ফজরের সুন্নত ফজরের ইকামতের সময় আদায়
(৮৬০) তাবিয়ি আবু মিজলায বলেন, আমি ফজরের সালাতের সময় ইবন উমার রা. ও ইবন আব্বাস রা.র সাথে মসজিদে প্রবেশ করলাম। তখন ইমাম সালাতে রত ছিলেন। ইবন উমার রা. জামাআতের কাতারে প্রবেশ করে ইমামের সাথে সালাত শুরু করেন। অপর দিকে ইবন আব্বাস রা. দুই রাকআত সুন্নত আদায় করেন এবং তারপর ইমামের সাথে জামাআতে শরীক হন। ইমাম সালাম ফেরানোর পরে ইবন উমার রা. সূর্যোদয় পর্যন্ত তার স্থানে বসে থাকেন। সূর্যোদয়ের পরে তিনি উঠে দুই রাকআত (ফজরের সুন্নত) সালাত আদায় করেন।
عن أبي مجلز قال: دخلت المسجد في صلاة الغداة مع ابن عمر وابن عباس رضي الله عنهم والإمام يصلي فأما ابن عمر رضي الله عنهما فدخل في الصف وأما ابن عباس رضي الله عنهما فصلى ركعتين ثم دخل مع الإمام فلما سلم الإمام قعد ابن عمر مكانه حتى طلعت الشمس فقام فركع ركعتين

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৮৬১
ফজরের সুন্নত ফজরের ইকামতের সময় আদায়
(৮৬১) কাইস ইবন আমর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একব্যক্তিকে দেখেন যে, সে ফজরের সালাতের পরে দুই রাকআত সালাত আদায় করছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ফজরের সালাত দুই রাকআত ওই ব্যক্তি বলে, আমি ফজরের পূর্বের দুই রাকআত আদায় করতে পারি নি, তাই এখন তা আদায় করলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) চুপ করে গেলেন।
عن قيس بن عمرو رضي الله عنه قال: رأى رسول الله صلى الله عليه وسلم رجلا يصلي بعد صلاة الصبح ركعتين فقال رسول الله صلى الله عليه وسلم صلاة الصبح ركعتان فقال الرجل إني لم أكن صليت الركعتين اللتين قبلهما فصليتهما الآن فسكت رسول الله صلى الله عليه وسلم

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮৬২
ফজরের সুন্নত ফজরের ইকামতের সময় আদায়
(৮৬২) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি ফজরের সুন্নত দুই রাকআত আদায় করে নি, সে যেন তা সূর্যোদয়ের পরে আদায় করে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من لم يصل ركعتي الفجر فليصلهما بعد ما تطلع الشمس

তাহকীক:
তাহকীক চলমান
