ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৬০
ফজরের সুন্নত ফজরের ইকামতের সময় আদায়
(৮৬০) তাবিয়ি আবু মিজলায বলেন, আমি ফজরের সালাতের সময় ইবন উমার রা. ও ইবন আব্বাস রা.র সাথে মসজিদে প্রবেশ করলাম। তখন ইমাম সালাতে রত ছিলেন। ইবন উমার রা. জামাআতের কাতারে প্রবেশ করে ইমামের সাথে সালাত শুরু করেন। অপর দিকে ইবন আব্বাস রা. দুই রাকআত সুন্নত আদায় করেন এবং তারপর ইমামের সাথে জামাআতে শরীক হন। ইমাম সালাম ফেরানোর পরে ইবন উমার রা. সূর্যোদয় পর্যন্ত তার স্থানে বসে থাকেন। সূর্যোদয়ের পরে তিনি উঠে দুই রাকআত (ফজরের সুন্নত) সালাত আদায় করেন।
عن أبي مجلز قال: دخلت المسجد في صلاة الغداة مع ابن عمر وابن عباس رضي الله عنهم والإمام يصلي فأما ابن عمر رضي الله عنهما فدخل في الصف وأما ابن عباس رضي الله عنهما فصلى ركعتين ثم دخل مع الإمام فلما سلم الإمام قعد ابن عمر مكانه حتى طلعت الشمس فقام فركع ركعتين

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এই হাদীসের আলোকে বোঝা যায় যে, যদি কেউ ফজরের সুন্নাত আগে আদায় করতে না পারেন তাহলে তিনি সূর্যোদয়ের পূর্বে আর তা আদায় করবেন না। ইতিপূর্বে উল্লিখিত হাদীসে [হাদীস নং ৩৪০ ও ৩৪১] আমরা দেখেছি যে, ফজরের ফরয সালাতের পরে কোনো সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার মধ্যে ফজরের দুই রাকআত সুন্নাতও পড়ে। এতে বোঝা যায় যে ফজরের সুন্নাতও ফজরের ফরয সালাতের পরে আদায় করা নিষিদ্ধ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৮৬০ | মুসলিম বাংলা