ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৬১
ফজরের সুন্নত ফজরের ইকামতের সময় আদায়
(৮৬১) কাইস ইবন আমর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একব্যক্তিকে দেখেন যে, সে ফজরের সালাতের পরে দুই রাকআত সালাত আদায় করছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ফজরের সালাত দুই রাকআত ওই ব্যক্তি বলে, আমি ফজরের পূর্বের দুই রাকআত আদায় করতে পারি নি, তাই এখন তা আদায় করলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) চুপ করে গেলেন।
عن قيس بن عمرو رضي الله عنه قال: رأى رسول الله صلى الله عليه وسلم رجلا يصلي بعد صلاة الصبح ركعتين فقال رسول الله صلى الله عليه وسلم صلاة الصبح ركعتان فقال الرجل إني لم أكن صليت الركعتين اللتين قبلهما فصليتهما الآن فسكت رسول الله صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৮৬১ | মুসলিম বাংলা