ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৫৯
নামাযের অধ্যায়
ফজরের সুন্নত ফজরের ইকামতের সময় আদায়
(৮৫৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা ফজরের সুন্নত দুই রাকআত পরিত্যাগ করবে না, যদিও শত্রুদের অশ্বারোহী বাহিনী তোমাদের তাড়া করে।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: لا تدعوا ركعتي الفجر وإن طردتكم الخيل
tahqiqতাহকীক:তাহকীক চলমান