ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৫৮
ফজরের সুন্নত ফজরের ইকামতের সময় আদায়
(৮৫৮) ইবন আব্বাস রা. বলেন, ফজরের ইকামত দেওয়ার পরে একব্যক্তি ফজরের সুন্নত দুই রাকআত আদায়ের জন্য দাঁড়ায়। তখন রাসূলুল্লাহ (ﷺ) তার পোশাক ধরে টান দেন, অতঃপর বলেন, তুমি কি ফজরের সালাত চার রাকআত পড়বে?
عن ابن عباس رضي الله عنهما قال: أقيمت صلاة الصبح فقام رجل يصلي الركعتين فجذب رسول الله صلى الله عليه وسلم بثوبه فقال أتصلي الصبح أربعا؟

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, ফজরের ইকামতের পরে সুন্নাত দুই রাকআত আদায়ের এই নিষেধাজ্ঞা মসজিদের মধ্যে সুন্নাত পড়ার ক্ষেত্রে প্রযোজ্য । যদি মুসল্লি জামাআত পাবেন বলে নিশ্চিত থাকেন তাহলে মসজিদের বাইরে, মসজিদের প্রান্তে, স্তম্ভের আড়ালে বা মসজিদের দরজার উপর সুন্নাত দুই রাকআত আদায় করে নেওয়া মাকরূহ হবে না। সাহাবিগণ ফজরের ইকামতের পরে এভাবে মসজিদের বাইরে বা প্রান্তে ফজরের সুন্নাত দুই রাকআত আদায় করেছেন বলে বিভিন্ন হাদীসে বর্ণিত হয়েছে। ইবন উমার রা. এরূপ করেছেন বলে তাহাবি সহীহ সনদে সঙ্কলিত করেছেন। ইবন আব্বাস রা. এরূপ করেছেন বলে তাহাবি সহীহ সনদে সঙ্কলিত করেছেন । আবু দারদা রা. এরূপ করেছেন বলে তাহাবি হাসান সনদে সঙ্কলিত করেছেন। ইবন মাসউদ এরূপ করেছেন বলে ইবন আবী শাইবা সহীহ সনদে সঙ্কলিত করেছেন। তাবারানিও ইবন মাসউদ থেকে অনুরূপ হাদীস সঙ্কলিত করেছেন। তার সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য । [তাহাবি, শারহু মাআনিল আসার, হাদীস-২১৯৮-২২০৬; মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-৬৪১৫; তাবারানি, আল মু'জামুল কাবীর, হাদীস-৯৩৮৫]
tahqiqতাহকীক:তাহকীক চলমান