ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৫৭
নামাযের অধ্যায়
সালাতের ইকামত হলে ফরয সালাত ছাড়া অন্য সালাত থাকবে না
(৮৫৭) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সালাতের ইকামত হলে ফরয সালাত ছাড়া অন্য সালাত থাকবে না।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا أقيمت الصلاة فلا صلاة إلا المكتوبة