ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৮১৩
বিতর আবশ্যকীয় দায়িত্ব
(৮১৩) আবু আইউব আনসারি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বিতর হক (অর্থাৎ সত্য বা দায়িত্ব); অতএব যার ইচ্ছা হবে সে পাঁচ রাকআত দিয়ে বিতর আদায় করবে, যার ইচ্ছা হবে সে তিন রাকআত দিয়ে বিতর আদায় করবে এবং যার ইচ্ছা হবে সে এক রাকআত দিয়ে বিতর আদায় করবে।
عن أبي أيوب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: الوتر حق (واجب) (على كل مسلم) فمن شاء أوتر بخمس ومن شاء أوتر بثلاث ومن شاء أوتر بواحدة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৮১৪
বিতর আবশ্যকীয় দায়িত্ব
(৮১৪) বুরাইদা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, বিতর হক বা দায়িত্ব; কাজেই যে বিতর পালন করবে না সে আমাদের অন্তর্ভুক্ত নয় । তিনি তিনবার এই কথাটি বলেন।
عن بريدة رضي الله عنه مرفوعا: الوتر حق فمن لم يوتر فليس منا ….. ثلاثا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৮১৫
বিতর আবশ্যকীয় দায়িত্ব
(৮১৫) আলী রা. বলেন, বিতর তোমাদের ফরয সালাতের মতো আবশ্যকীয় নয়। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) বিতর আদায় করেছেন। এরপর তিনি বলেছেন, হে আহলে কুরআন, তোমরা বিতর আদায় করো।
عن علي رضي الله عنه قال: الوتر ليس بحتم كصلاتكم المكتوبة ولكن رسول الله صلى الله عليه وسلم أوتر ثم قال: يا أهل القرآن أوتروا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৮১৬
বিতর আবশ্যকীয় দায়িত্ব
(৮১৬) আবু সায়ীদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা প্রভাত হওয়ার আগে বিতর আদায় করবে।
عن أبي سعيد رضي الله عنه مرفوعا: اوتروا قبل ان تصبحوا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৮১৭
বিতর আবশ্যকীয় দায়িত্ব
(৮১৭) আবু সায়ীদ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি বিতর থেকে ঘুমিয়ে পড়বে অথবা বিতর আদায় করতে ভুলে যাবে সে যেন প্রভাত হওয়ার পরে অথবা যখন তার মনে পড়ে তখন বিতর আদায় করে।
عن أبي سعيد رضي الله عنه مرفوعا: من نام عن وتره أو نسيه فليصله إذا أصبح أو ذكره
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান