ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৮১৮
তিন রাকআত বিতর, তিন রাকআত শেষ করার আগে সালাম দিবে না
(৮১৮) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তিন রাকআত বিতর আদায় করতেন। তিন রাকআত বিতর আদায় করতেন, তিনের শেষে ছাড়া সালাম ফেরাতেন না। আমীরুল মুমিনীন উমার ইবনুল খাত্তাবের বিতর এইরূপ ছিল।
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم يوتر بثلاث... لا يسلم إلا في آخرهن هذا وتر أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮১৯
তিন রাকআত বিতর, তিন রাকআত শেষ করার আগে সালাম দিবে না
(৮১৯) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতুল বিতরের দ্বিতীয় রাকআতে সালাম ফেরাতেন না।
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان لا يسلم في ركعتي الوتر

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮২০
তিন রাকআত বিতর, তিন রাকআত শেষ করার আগে সালাম দিবে না
(৮২০ ) আয়িশা রা. রাসূলুল্লাহ (ﷺ) এর তাহাজ্জুদ বা কিয়ামুল লাইলের বর্ণনায় বলেন, তিনি চার রাকআত সালাত আদায় করতেন। সেগুলোর সৌন্দর্য ও দৈর্ঘ্য সম্পর্কে কোনো প্রশ্ন কোরো না। এরপর তিনি চার রাকআত সালাত আদায় করতেন। সেগুলোর সৌন্দর্য ও দৈর্ঘ্য সম্পর্কে কোনো প্রশ্ন কোরো না। এরপর তিনি তিন রাকআত আদায় করতেন।
عن عائشة رضي الله عنها (في صفة صلاته صلى الله عليه وسلم بالليل): يصلي أربعا فلا تسل عن حسنهن وطولهن ثم يصلي أربعا فلا تسل عن حسنهن وطولهن ثم يصلي ثلاثا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮২১
তিন রাকআত বিতর, তিন রাকআত শেষ করার আগে সালাম দিবে না
(৮২১) ইবন আব্বাস রা. রাসূলুল্লাহ (ﷺ) এর তাহাজ্জুদ বা রাতের সালাতের বিবরণে বলেন, তিনি দাঁড়িয়ে দুই রাকআত সালাত আদায় করলেন। সেগুলোর কিরাআত, রুকু ও সাজদা দীর্ঘ করলেন। ....এভাবে তিনি তিনবারে ছয় রাকআত সালাত আদায় করলেন। এরপর তিনি তিন রাকআত দিয়ে বিতর আদায় করলেন।
عن عبد الله بن عباس (في صفة قيامه صلى الله عليه وسلم بالليل): ثم قام فصلى ركعتين فأطال فيهما القيام والركوع والسجود ثم انصرف... فعل ذلك ثلاث مرات ست ركعات... ثم أوتر بثلاث

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮২২
তিন রাকআত বিতর, তিন রাকআত শেষ করার আগে সালাম দিবে না
(৮২২) ইবন মাসউদ রা. বলেন, বিতর তিন রাকআত। ঠিক দিনের বিতর মাগরিবের সালাতের মতো।
عن عبد الله بن مسعود رضي الله عنه موقوفا: الوتر ثلاث كوتر النهار صلاة المغرب

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮২৩
তিন রাকআত বিতর, তিন রাকআত শেষ করার আগে সালাম দিবে না
(৮২৩) আনাস রা. বলেন, বিতর তিন রাকআত । তিনি নিজে তিন রাকআত বিতর আদায় করতেন। দ্বিতীয় বর্ণনায়: তিনি তিন রাকআত বিতর আদায় করতেন। তিন রাকআত শেষে ছাড়া সালাম বলতেন না।
عن أنس رضي الله عنه: الوتر ثلاث ركعات وكان يوتر بثلاث وفي لفظ : لم يسلم إلا في آخرهن

তাহকীক:
তাহকীক চলমান