ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৮২৪
এক রাকআত বিতর
(৮২৪) তাবিয়ি ইবরাহীম নাখয়ি বলেন, আব্দুল্লাহ ইবন মাসউদ রা. জানতে পারেন যে সা'দ ইবন আবী ওয়াক্কাস রা. এক রাকআত বিতর আদায় করেন। তিনি বলেন, এক রাকআত কখনো যথেষ্ট হবে না (বিতর আদায় হবে না) ।
عن إبراهيم قال: بلغ ابن مسعود رضي الله عنه أن سعداً يوتر بركعة فقال: ما أجزأت ركعة قط

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮২৫
এক রাকআত বিতর
(৮২৫) আবু সায়ীদ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) অপূর্ণ খণ্ডিত সালাত আদায় করতে, অর্থাৎ এক রাকআত সালাত দ্বারা বিতর আদায় করতে নিষেধ করেছেন।
عن أبي سعيد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى عن البتيراء أن يصلي الرجل واحدة يوتر بها

তাহকীক:
তাহকীক চলমান
