ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮২৫
এক রাকআত বিতর
(৮২৫) আবু সায়ীদ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) অপূর্ণ খণ্ডিত সালাত আদায় করতে, অর্থাৎ এক রাকআত সালাত দ্বারা বিতর আদায় করতে নিষেধ করেছেন।
عن أبي سعيد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى عن البتيراء أن يصلي الرجل واحدة يوتر بها
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার রাহ. বলেন, এক রাকআত বিতর, পাঁচ রাকআত বিতর বা এর বেশি রাকআত বিতর আদায়ের পক্ষে অনেক সহীহ হাদীস বর্ণিত হয়েছে। তবে উপরে যা উল্লেখ করা হল, অর্থাৎ তিন রাকআত বিতর আদায়ই উত্তম। আল্লাহই ভালো জানেন।
[গ্রন্থকার টীকায় বলেন, হাদীসটির সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য । -সম্পাদক]
[গ্রন্থকার টীকায় বলেন, হাদীসটির সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য । -সম্পাদক]
