ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৭৮২
মসজিদের মধ্যে ক্রয়বিক্রয়, হারানো বিজ্ঞপ্তি, কবিতা পাঠ ও জুমুআর দিনে সালাতের আগে বৃত্তাকারে বসা মাকরূহ
(৭৮২) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা যদি দেখ যে, কেউ মসজিদের মধ্যে ক্রয় বা বিক্রয় করছে তাহলে তোমরা বলবে, 'আল্লাহ যেন তোমার ব্যবসায়ে লাভ না দেন'। আর যদি তোমরা দেখ যে, কেউ মসজিদের মধ্যে হারানো কিছু খোঁজ করছে তাহলে তোমরা বলবে, ‘তোমার হারানো বস্তু যেন আল্লাহ তোমাকে ফেরত না দেন’ ।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا رأيتم من يبيع أو يبتاع في المسجد فقولوا: لا أربح الله تجارتك وإذا رأيتم من ينشد فيه ضالة فقولوا: لا رد الله عليك

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭৮৩
মসজিদের মধ্যে ক্রয়বিক্রয়, হারানো বিজ্ঞপ্তি, কবিতা পাঠ ও জুমুআর দিনে সালাতের আগে বৃত্তাকারে বসা মাকরূহ
(৭৮২) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা যদি দেখ যে, কেউ মসজিদের মধ্যে ক্রয় বা বিক্রয় করছে তাহলে তোমরা বলবে, 'আল্লাহ যেন তোমার ব্যবসায়ে লাভ না দেন'। আর যদি তোমরা দেখ যে, কেউ মসজিদের মধ্যে হারানো কিছু খোঁজ করছে তাহলে তোমরা বলবে, ‘তোমার হারানো বস্তু যেন আল্লাহ তোমাকে ফেরত না দেন’।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا رأيتم من يبيع أو يبتاع في المسجد فقولوا: لا أربح الله تجارتك وإذا رأيتم من ينشد فيه ضالة فقولوا: لا رد الله عليك

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭৮৩
মসজিদের মধ্যে ক্রয়বিক্রয়, হারানো বিজ্ঞপ্তি, কবিতা পাঠ ও জুমুআর দিনে সালাতের আগে বৃত্তাকারে বসা মাকরূহ
(৭৮৩) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তোমরা দেখ যে, কেউ মসজিদের মধ্যে হারানো বস্তু খোঁজ করছে তাহলে বলবে, 'আল্লাহ তোমার হারানো বস্তু ফিরিয়ে না দেন'; কারণ মসজিদগুলোকে এই সকল কাজের জন্য বানানো হয় নি।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من سمع رجلا ينشد ضالة في المسجد فليقل: لا ردها الله عليك فإنّ المساجد لم تبن لهذا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭৮৪
মসজিদের মধ্যে ক্রয়বিক্রয়, হারানো বিজ্ঞপ্তি, কবিতা পাঠ ও জুমুআর দিনে সালাতের আগে বৃত্তাকারে বসা মাকরূহ
(৭৮৪) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) মসজিদের মধ্যে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন, কবিতা পাঠ করতে নিষেধ করেছেন, হারানো বস্তু খোঁজ করতে নিষেধ করেছেন এবং তিনি জুমুআর দিনে সালাতের আগে বৃত্তাকারে বসতে নিষেধ করেছেন। (জুমুআর দিনে সালাতের আগে ছোটছোট যিকির বা আলোচনার মজলিস তৈরী করতে নিষেধ করেছেন)।
عن عمرو بن شعيب عن أبيه عن جده قال: نهى رسول الله صلى الله عليه وسلم عن الشراء والبيع في المسجد وأن تنشد فيه الأشعار وأن تنشد فيه الضالة وعن الحلق يوم الجمعة قبل الصلاة

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৭৮৫
মসজিদের মধ্যে ক্রয়বিক্রয়, হারানো বিজ্ঞপ্তি, কবিতা পাঠ ও জুমুআর দিনে সালাতের আগে বৃত্তাকারে বসা মাকরূহ
(৭৮৫) আবু হুরাইরা রা. বলেন, হাসসান বিন সাবিত রা. মসজিদের মধ্যে কবিতা পাঠ করছিলেন। তখন উমার রা. সেই স্থান দিয়ে গমন করেন। তিনি হাসসান রা.র দিকে ভ্রুকুটি করে তাকান তখন হাসসান রা. বলেন, আমি এর আগে কবিতা পাঠ করতাম যে মজলিসে আপনার চেয়ে উত্তম ব্যক্তি (রাসূলুল্লাহ ﷺ ) থাকতেন।
عن أبي هريرة رضي الله عنه أن عمر رضي الله عنه مر بحسان رضي الله عنه وهو ينشد الشعر في المسجد فلحظ إليه فقال: قد كنت أنشد وفيه من هو خير منك

তাহকীক:
তাহকীক চলমান