ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৮৪
মসজিদের মধ্যে ক্রয়বিক্রয়, হারানো বিজ্ঞপ্তি, কবিতা পাঠ ও জুমুআর দিনে সালাতের আগে বৃত্তাকারে বসা মাকরূহ
(৭৮৪) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) মসজিদের মধ্যে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন, কবিতা পাঠ করতে নিষেধ করেছেন, হারানো বস্তু খোঁজ করতে নিষেধ করেছেন এবং তিনি জুমুআর দিনে সালাতের আগে বৃত্তাকারে বসতে নিষেধ করেছেন। (জুমুআর দিনে সালাতের আগে ছোটছোট যিকির বা আলোচনার মজলিস তৈরী করতে নিষেধ করেছেন)।
عن عمرو بن شعيب عن أبيه عن جده قال: نهى رسول الله صلى الله عليه وسلم عن الشراء والبيع في المسجد وأن تنشد فيه الأشعار وأن تنشد فيه الضالة وعن الحلق يوم الجمعة قبل الصلاة
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার রাহ. বলেন, কবিতা পাঠের নিষেধাজ্ঞার ব্যাখ্যা হল, যদি কবিতা পাঠের মধ্যে কোনো ধর্মীয় প্রয়োজনীয়তা বা উপকার না থাকে তাহলে মসজিদের মধ্যে কবিতা পাঠ নিষিদ্ধ হবে। ধর্মীয় প্রয়োজনে কবিতা পাঠ করা যেতে পারে। নিচের হাদীস থেকে তা বোঝা যায়।
