ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৮৫
মসজিদের মধ্যে ক্রয়বিক্রয়, হারানো বিজ্ঞপ্তি, কবিতা পাঠ ও জুমুআর দিনে সালাতের আগে বৃত্তাকারে বসা মাকরূহ
(৭৮৫) আবু হুরাইরা রা. বলেন, হাসসান বিন সাবিত রা. মসজিদের মধ্যে কবিতা পাঠ করছিলেন। তখন উমার রা. সেই স্থান দিয়ে গমন করেন। তিনি হাসসান রা.র দিকে ভ্রুকুটি করে তাকান তখন হাসসান রা. বলেন, আমি এর আগে কবিতা পাঠ করতাম যে মজলিসে আপনার চেয়ে উত্তম ব্যক্তি (রাসূলুল্লাহ ﷺ ) থাকতেন।
عن أبي هريرة رضي الله عنه أن عمر رضي الله عنه مر بحسان رضي الله عنه وهو ينشد الشعر في المسجد فلحظ إليه فقال: قد كنت أنشد وفيه من هو خير منك
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন