ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭৮১
মসজিদের মধ্যে শিশু ও পাগলদের প্রবেশ করানো, বিবাদ-বিসম্বাদ করা, উচ্চস্বরে কথা বলা এবং অপরাধীদের শরীআত নির্ধারিত শান্তি কার্যকর করা মাকরূহ। মসজিদগুলোতে ওযুখানা রাখা এবং আগর-সুগন্ধি জ্বালিয়ে সুগন্ধময় করা উচিত
(৭৮১) তাবিয়ি মাকহুল (৫০-১১২ হি.) বলেন, মুআয ইবন জাবাল (মৃ: ১৮ হি.) রা. বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের মসজিদগুলোকে বিমুক্ত রাখবে তোমাদের শিশুদের থেকে, তোমাদের ঝগড়া বিবাদ থেকে, শরীআত নির্ধারিত মৃত্যুদণ্ড ও অন্যান্য শাস্তি কার্যকর করা থেকে, তোমাদের ক্রয় ও বিক্রয় থেকে। তোমরা তোমাদের মসজিদগুলোকে শুক্রবারে আগর-সুগন্ধি জ্বালিয়ে সুগন্ধময় করবে । আর মসজিদের প্রবেশ পথের নিকট ওযুখানা তৈরী করবে।
عن مكحول رفعه إلى معاذ بن جبل رضي الله عنه مرفوعا: جنبوا مساجدكم صبيانكم وخصوماتكم وحدودكم وشراءكم وبيعكم وجمروها يوم جمعكم واجعلوا على أبوابها مطاهركم... ومجانينكم وأصواتكم وسل سيوفكم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান