ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৬০১
রুকু ও সাজদার মধ্যে কুরআন পাঠ নেই
(৬০১) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, শুনে রাখো! আমাকে রুকু ও সাজদারত অবস্থায় কুরআন পাঠ করতে নিষেধ করা হয়েছে। তোমরা রুকুতে প্রভুর তা'যীম-মহিমা বর্ণনা করবে। আর সাজদায় তোমরা বেশী বেশী দুআ করবে; কারণ তোমাদের এই দুআ কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশী।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: ألا وإني هيت أن أقرأ القرآن راكعا أو ساجدا فأما الركوع فعظموا فيه الرب عز وجل وأما السجود فاجتهدوا في الدعاء فقمن أن يستجاب لكم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান