ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬০০
বিতরের সালাতে কুরআন পাঠ
(৬০০) আব্দুর রহমান ইবন আবযা রা. বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে বিতরের সালাত আদায় করেন। তখন তিনি প্রথম রাকআতে সূরা আল-আ'লা, দ্বিতীয় রাকআতে সূরা কাফিরূন ও তৃতীয় রাকআতে সূরা ইখলাস পাঠ করলেন। সালাত শেষ করার পরে তিনি (তিনবার) বলেন, 'সুবহানাল মালিকিল কুদ্দূস', অর্থাৎ পবিত্রতা ঘোষণা করছি মহাপবিত্র বাদশাহর। তৃতীয় বারে তিনি তার স্বরকে দীর্ঘায়িত করেন।
عن عبد الرحمن بن أبزى رضي الله عنه أنه صلى مع النبي صلى الله عليه وسلم الوتر فقراً في الأولى بسبح اسم ربك الأعلى وفي الثانية قل يا أيها الكافرون وفي الثالثة قل هو الله أحد فلما فرغ قال: سبحان الملك القدوس يمد صوته بالثالثة

তাহকীক:
তাহকীক চলমান