ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৫৯৮
ফজরের দুই রাকআত ও মাগরিবের দুই রাকআত (সুন্নত) সালাতের কিরাআত
(৫৯৮) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফজরের দুই রাকআত সুন্নত সালাতে সূরা কাফিরূন ও সূরা ইখলাস পাঠ করেন ।
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قرأ في ركعتي الفجر قل يا أيها الكافرون وقل هو الله أحد

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৯৯
ফজরের দুই রাকআত ও মাগরিবের দুই রাকআত (সুন্নত) সালাতের কিরাআত
(৫৯৯) ইবন মাসউদ রা. বলেন, আমি অগণিত বার শুনেছি রাসূলুল্লাহ (ﷺ) মাগরিবের পরের দুই রাকআতে এবং ফজরের সালাতের আগের দুই রাকআতে সূরা কাফিরূন ও সূরা ইখলাস পাঠ করতেন।
عن ابن مسعود رضي الله عنه أنه قال: ما أحصي ما سمعت من رسول الله صلى الله عليه وسلم يقرأ في الركعتين بعد المغرب وفي الركعتين قبل صلاة الفجر بقل يا أيها الكافرون وقل هو الله أحد

তাহকীক:
তাহকীক চলমান