ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৫৯৬
সফরের সালাতে কুরআন পাঠ
(৫৯৬) বারা’ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক সফরে ছিলেন । তখন তিনি ইশার সালাতের এক রাকআতে সূরা তীন পাঠ করেন।
عن البراء رضي الله عنه قال: إن النبي صلى الله عليه وسلم كان في سفر فقرأ في العشاء في إحدى الركعتين بالتين والزيتون
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৯৭
সফরের সালাতে কুরআন পাঠ
(৫৯৭) উকবা ইবন আমির রা. বলেন, আমি সফরে রাসূলুল্লাহ (ﷺ) এর উঠ চালিয়ে নিয়ে যাচ্ছিলাম। তখন তিনি আমাকে সূরা ফালাক ও সূরা নাস শিক্ষা দান করেন।... অতঃপর যখন তিনি ফজরের সালাতের জন্য অবতরণ করলেন তখন তিনি এই দুইটি সূরা দিয়ে সমবেত মানুষদেরকে ফজরের সালাত পড়ালেন।
عن عقبة بن عامر رضي الله عنه قال: كنت أقود برسول الله صلى الله عليه وسلم ناقته في السفر فعلمني قل أعوذ برب الفلق و قل أعوذ برب الناس... فلما نزل لصلاة الصبح صلى بهما صلاة الصبح للناس
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান