ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৫৯২
ফজরের সালাতে কুরআন পাঠ
(৫৯২) জাবির ইবন সামুরাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফজরের সালাতে সূরা কাফ** পাঠ করতেন । এরপরও তাঁর সালাত হালকা বা সংক্ষিপ্ত হত।
عن جابر بن سمرة رضي الله عنه قال: إن النبي صلى الله عليه وسلم كان يقرأ في الفجر بق والقرآن المجيد وكان صلاته بعد تخفيفا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৯৩
ফজরের সালাতে কুরআন পাঠ
(৫৯৩) আবু বারযা আসলামি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফজরের সালাতে ৬০ আয়াত থেকে ১০০ আয়াত পাঠ করতেন।
عن أبي برزة الأسلمي رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يقرأ في الفجر ما بين الستين إلى المائة آية

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৯৪
ফজরের সালাতে কুরআন পাঠ
(৫৯৪) জাবির ইবন সামুরাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফজরের সালাতে সূরা ইয়াসীন পাঠ করতেন।
عن جابر بن سمرة رضي الله عنه مرفوعا : كان يقرأ في الفجر ب(يس)

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৯৫
ফজরের সালাতে কুরআন পাঠ
(৫৯৫) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জুমুআর দিনের ফজরের সালাতে 'আলিফ লাম মীম তানযীল আস-সাজদা' বা সূরা সাজদা ও ‘হাল আতা আলাল ইনসান' বা সূরা দাহর২ পাঠ করতেন।
عن أبي هريرة رضي الله عنه: كان النبي صلى الله عليه وسلم صلاة الفجر يوم الجمعة (الم تنزيل السجدة) و(هل أتى على الإنسان)

তাহকীক:
তাহকীক চলমান