ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ৫৯২
নামাযের অধ্যায়
ফজরের সালাতে কুরআন পাঠ
(৫৯২) জাবির ইবন সামুরাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফজরের সালাতে সূরা কাফ** পাঠ করতেন । এরপরও তাঁর সালাত হালকা বা সংক্ষিপ্ত হত।
كتاب الصلاة
عن جابر بن سمرة رضي الله عنه قال: إن النبي صلى الله عليه وسلم كان يقرأ في الفجر بق والقرآن المجيد وكان صلاته بعد تخفيفا
তাহকীক:
হাদীস নং: ৫৯৩
নামাযের অধ্যায়
ফজরের সালাতে কুরআন পাঠ
(৫৯৩) আবু বারযা আসলামি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফজরের সালাতে ৬০ আয়াত থেকে ১০০ আয়াত পাঠ করতেন।
كتاب الصلاة
عن أبي برزة الأسلمي رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يقرأ في الفجر ما بين الستين إلى المائة آية
তাহকীক:
হাদীস নং: ৫৯৪
নামাযের অধ্যায়
ফজরের সালাতে কুরআন পাঠ
(৫৯৪) জাবির ইবন সামুরাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফজরের সালাতে সূরা ইয়াসীন পাঠ করতেন।
كتاب الصلاة
عن جابر بن سمرة رضي الله عنه مرفوعا : كان يقرأ في الفجر ب(يس)
তাহকীক:
হাদীস নং: ৫৯৫
নামাযের অধ্যায়
ফজরের সালাতে কুরআন পাঠ
(৫৯৫) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জুমুআর দিনের ফজরের সালাতে 'আলিফ লাম মীম তানযীল আস-সাজদা' বা সূরা সাজদা ও ‘হাল আতা আলাল ইনসান' বা সূরা দাহর২ পাঠ করতেন।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه: كان النبي صلى الله عليه وسلم صلاة الفجر يوم الجمعة (الم تنزيل السجدة) و(هل أتى على الإنسان)
তাহকীক: