ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৯ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৫৮৩
মাগরিব ও ইশার সালাতে কুরআন পাঠ
(৫৮৩) জুবাইর ইবন মুতয়িম রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে মাগরিবের সালাতে সূরা তুর** পাঠ করতে শুনেছি।
عن جبير بن مطعم رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم قرأ في المغرب بالطور

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৫৮৪
মাগরিব ও ইশার সালাতে কুরআন পাঠ
(৫৮৪) আবু আইউব রা. বা যাইদ ইবন সাবিত রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মাগরিবের সালাতে সূরা আরাফ পাঠ করেন । তিনি সূরাটি দুই রাকআতে ভাগ করে পাঠ করেন।
عن أبي أيوب أو عن زيد بن ثابت رضي الله عنهما أنّ النّبيّ صلى الله عليه وسلم قرأ في المغرب بالأعراف فرقها في الركعتين

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৮৫
মাগরিব ও ইশার সালাতে কুরআন পাঠ
(৫৮৫) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে নিয়ে মাগরিবের সালাতে সূরা মুহাম্মাদ পাঠ করতেন।
عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم كان يقرأ بهم في المغرب (الذين كفروا وصدوا عن سبيل الله)

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৮৬
মাগরিব ও ইশার সালাতে কুরআন পাঠ
(৫৮৬) উম্মুল ফাদল রা. বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে সর্বশেষ মাগরিবে সালাতে সূরা মুরসালাত** পাঠ করতে শুনেছেন।
عن أم الفضل رضي الله عنها قالت في (والمرسلات عرفا) إنها لآخر ما سمعت من رسول الله صلى الله عليه وسلم يقرأ بها في المغرب

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৮৭
মাগরিব ও ইশার সালাতে কুরআন পাঠ
(৫৮৭) বুরাইদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মাগরিব ও ইশার সালাতে ‘ওয়াল লাইলি ইযা ইয়াগশা (সূরা আল-লাইল) ও সূরা দুহা** পাঠ করতেন ।
عن بريدة رضي الله عنه مرفوعا: كان يقرأ في المغرب العشاء (والليل إذا يغشى) والضحى

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৮৮
মাগরিব ও ইশার সালাতে কুরআন পাঠ
(৫৮৮) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মাগরিবের সালাতে সূরা কাফিরূন ও সূরা ইখলাস পাঠ করতেন।
عن ابن عمر رضي الله عنه قال: كان النبي صلى الله عليه وسلم يقرأ في المغرب: قل يا أيها الكافرون وقل هو الله أحد

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৮৯
মাগরিব ও ইশার সালাতে কুরআন পাঠ
(৫৮৯) আব্দুল্লাহ ইবন ইয়াযীদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মাগরিবে ‘ওয়াত তীন ওয়ায যাইতূন' পাঠ করেন।
عن عبد الله بن يزيد رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قرأ في المغرب والتين والزيتون

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৯০
মাগরিব ও ইশার সালাতে কুরআন পাঠ
(৫৯০) আব্দুল্লাহ ইবনুল হারিস ইবন আব্দুল মুত্তালিব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সর্বশেষ আমাদেরকে যে সালাত পড়ান তা হল মাগরিবের সালাত। তিনি সেই মাগরিবের সালাতের প্রথম রাকআতে ‘সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা' বা সূরা আল-আ'লা এবং দ্বিতীয় রাকআতে ‘কুল ইয়া আইউহাল কাফিরূন' বা সূরা কাফিরূন পাঠ করেন ।
عن عبد الله بن الحارث بن عبد المطلب رضي الله عنه قال: آخر صلاة صلاها بنا رسول الله صلى الله عليه وسلم المغرب فقرأ في الركعة الأولى سبح اسم ربك الأعلى وفي الثانية قل يا أيها الكافرون

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৯১
মাগরিব ও ইশার সালাতে কুরআন পাঠ
(৫৯১) জাবির রা. মুআয ইবন জাবাল রা. কর্তৃক ইশার সালাতের ইমামতিতে লম্বা সূরা পাঠের ঘটনার বিবরণের শেষ বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, হে মুআয, তুমি কি ফিতনাকারী? তুমি ‘ওয়াশ শামসি ওয়া দুহাহা (সূরা: ৯১ শামস), ‘ওয়াদ দুহা' (সূরা: ৯৩ দুহা), ‘ওয়াল লাইলি ইযা ইয়াগশা (সূরা: ৯২ লাইল), সাব্বিহ ইসমা রাব্বিকাল আ’লা (সূরা: ৮৭ আ'লা) পাঠ করবে।
عن جابر في قصة معاذ رضي الله عنهما وإطالته صلاة العشاء رفعه: يا معاذ أفتان أنت؟ اقرأ والشمس وضحاها والضحى والليل إذا يغشى وسبح اسم ربك الأعلى. (وأمره بسورتين من أوسط المفصل)

তাহকীক:
তাহকীক চলমান
