ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৮৩
মাগরিব ও ইশার সালাতে কুরআন পাঠ
(৫৮৩) জুবাইর ইবন মুতয়িম রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে মাগরিবের সালাতে সূরা তুর** পাঠ করতে শুনেছি।
عن جبير بن مطعم رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم قرأ في المغرب بالطور
হাদীসের ব্যাখ্যা:
মুক্তাদী কর্তৃক ইমামের মাগরিবের নামাযের কিরাত শ্রবণ করা থেকে প্রমাণিত হয় যে, রসূলুল্লাহ স. মাগরিবের নামাযে সশব্দে কুরআন পাঠ করেছেন। এ আমলের ব্যতিক্রম তিনি কখনো করেছেন মর্মে প্রমাণ পাওয়া যায়নি। অতএব, মাগরিবের নামাযে ইমামের জন্য উচ্চস্বরে কুরআন পড়া জরুরী।
