ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬০২
এক রাকআতে একাধিক সূরা একত্র করা
(৬০২) তাবিয়ি আব্দুল্লাহ ইবন শাকীক বলেন, আমি আয়িশা রা.কে প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কি একাধিক সূরা একত্র করতেন? তিনি বলেন, মুফাসসাল সূরাগুলোর মধ্য থেকে (একাধিক সূরা একত্র করতেন) ।
عن عبد الله بن شقيق قال: سألت عائشة رضي الله عنها هل كان رسول الله صلى الله عليه وسلم يقرن بين السور؟ قالت من المفصل

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৬০৩
এক রাকআতে একাধিক সূরা একত্র করা
(৬০৩) তাবিয়ি নাফি’ বলেন, অনেক সময় ইবন উমার রা. ফরয সালাতের মধ্যে একই রাকআতে দুইটি বা তিনটি সূরা একত্রে পাঠ করে আমাদের ইমামতি করতেন।
عن نافع قال: ربما أمنا ابن عمر رضي الله عنهما بالسورتين والثلاث في الفريضة (في رواية مالك: في الركعة الواحدة من صلاة الفريضة)

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৬০৪
এক রাকআতে একাধিক সূরা একত্র করা
(৬০৪) তাবিয়ি আবুল আলিয়া বলেন, আমাকে একজন সাহাবি বলেছেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন, প্রত্যেক সূরার জন্য রুকু ।
عن أبي العالية قال: أخبرني من سمع رسول الله صلى الله عليه وسلم يقول: لكل سورة ركعة

তাহকীক:
তাহকীক চলমান