ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪০৫
নামাযের অধ্যায়
কিবলামুখি হওয়া
(৪০৫) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, মানুষেরা কুবায় ফজরের সালাত আদায় করছিলেন, এমতাবস্থায় একজন আগন্তুক তাদের নিকট আগমন করে বলেন, গতরাতে রাসূলুল্লাহ (ﷺ) এর উপর কুরআন নাযিল হয়েছে এবং তাঁকে কা'বার দিকে মুখ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
كتاب الصلاة
عن عبد الله بن عمر رضي الله عنه قال: بينما الناس في صلاة الصبح بقباء إذ جاءهم آت فقال: إن رسول الله صلى الله عليه وسلم قد أنزل عليه الليلة قرآن وقد أمر أن يستقبل الكعبة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৬
নামাযের অধ্যায়
কিবলামুখি হওয়া
(৪০৬) ইবন আব্বাস রা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করলেন তখন তাঁর সকল কোণে দুআ করেন।... এরপর যখন তিনি বেরিয়ে আসলেন তখন কা'বার সামনে দুই রাকআত সালাত আদায় করেন এবং বলেন, এটিই কিবলা।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنهما قال: لما دخل النبي صلى الله عليه وسلم البيت دعا في نواحيه كلها... فلما خرج ركع ركعتين في قبل الكعبة وقال : هذه القبلة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৭
নামাযের অধ্যায়
কিবলামুখি হওয়া
(৪০৭) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী স্থান পুরোটাই কিবলা।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: ما بين المشرق والمغرب قبلة