ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৪০৩
সালাতের নিয়্যাত
(৪০৩) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বলেন, তোমরা তোমাদের নিয়্যাতগুলোর বিষয়ে যত্নবান হবে।
عن عبد الله رضي الله عنه قال: «حافظوا على نياتكم

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৪০৪
সালাতের নিয়্যাত
(৪০৪) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ইমামকে তো বানানো হয়েছে ইকতিদা [অনুসরণ] করার জন্য । কাজেই তার কাজের সাথে কোনো বিরোধিতা করবে না।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إنما جعل الإمام ليؤتم به فلا تختلفوا عليه

তাহকীক:
তাহকীক চলমান