ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৪০১
উলঙ্গ ব্যক্তিদের সালাত ও জলযানে আরোহীদের সালাত
(৪০১) ইবন আব্বাস রা. বলেন, যে ব্যক্তি নৌকায় সালাত আদায় করবে এবং যে ব্যক্তি উলঙ্গ অবস্থায় সালাত আদায় করবে তারা বসে সালাত আদায় করবে।
عن ابن عباس رضي الله عنه قال: الذي يصلي في السفينة والذي يصلي عريانا يصلي جالسا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪০২
উলঙ্গ ব্যক্তিদের সালাত ও জলযানে আরোহীদের সালাত
(৪০২) ইবন সীরীন বলেন, আমরা আনাস রা.র সাথে সফরে বের হলাম... তিনি নৌকার পাটির উপর বসে [আমাদের] সালাতের ইমামতি করেন। সে সময়ে নৌকাটি [আমাদেরকে নিয়ে] দ্রুতবেগে চলছিল।
عن ابن سيرين قال: خرجت مع أنس رضي الله عنه... أنه أم أمنا قاعدا على بساط في السفينة وإن السفينة لتجر [بنا] جرا

তাহকীক:
তাহকীক চলমান