ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৯৪
একটিমাত্র কাপড়ে সালাত আদায় ও সালাতের জন্য সাজগোজ বিষয়ে
(৩৯৪) তাবিয়ি মুহাম্মাদ ইবনুল মুনকাদির বলেন, আমি জাবির ইবন আব্দুল্লাহ রা.কে দেখলাম তিনি একটিমাত্র কাপড় পরিধান করে সালাত আদায় করছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে একটিমাত্র কাপড়ে সালাত আদায় করতে দেখেছি।
عن محمد بن المنكدر قال: رأيت جابر بن عبد الله رضي الله عنه يصلي في ثوب واحد وقال: رأيت النبي صلى الله عليه وسلم يصلي في ثوب واحد

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৯৫
একটিমাত্র কাপড়ে সালাত আদায় ও সালাতের জন্য সাজগোজ বিষয়ে
(৩৯৫) ইবনুল মুনকাদির বলেন, জাবির রা. একটিমাত্র ইযার বা খোলা সেলাইবিহীন লুঙ্গি পরিধান করে সালাত আদায় করেন। তিনি লুঙ্গিটিকে তার কাঁধের উপর দিয়ে গিরে দিয়ে রাখেন। তার অন্যান্য পোশাক পরিচ্ছদ তখন পাশেই তাকের উপর রাখা ছিল। তখন একব্যক্তি বলে, আপনি একটিমাত্র কাপড়ে সালাত আদায় করলেন? উত্তরে জাবির রা. বলেন, আমিতো এজন্যই এভাবে সালাত আদায় করলাম যেন তোমার মতো আহমকরা আমাকে এভাবে সালাত আদায় করতে দেখে। রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে আমাদের কার দুইটি কাপড় ছিল?
عن ابن المنكدر قال: صلى جابر في إزار قد عقده من قبل قفاه وثيابه موضوعة على المشجب قال له قائل تصلي في إزار واحد؟ فقال إنما صنعت ذلك ليراني أحمق مثلك وأينا كان له ثوبان على عهد النبي صلى الله عليه وسلم؟

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৩৯৬
একটিমাত্র কাপড়ে সালাত আদায় ও সালাতের জন্য সাজগোজ বিষয়ে
(৩৯৬) বুরাইদা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন যে, কোনো পুরুষ গায়ে চাদর না রেখে শুধুমাত্র পাজামা পরিধান করে সালাত আদায় করবে।
عن بريدة رضي الله عنه مرفوعا: نهى أن يصلي الرجل في سراويل وليس عليه رداء

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৯৭
একটিমাত্র কাপড়ে সালাত আদায় ও সালাতের জন্য সাজগোজ বিষয়ে
(৩৯৭) ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন সালাত আদায় করবে, তখন যেন সে তার কাপড় দুইটি** পরিধান করে; কারণ আল্লাহরই অধিকার সবচেয়ে বেশী যে, তাঁর জন্য সাজগোজ করা হবে।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: إذا صلى أحدكم فليلبس ثوبيه فإن الله أحق من تزين له

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৩৯৮
একটিমাত্র কাপড়ে সালাত আদায় ও সালাতের জন্য সাজগোজ বিষয়ে
(৩৯৮) জাবির রা. থেকে বর্ণিত, একটিমাত্র কাপড়ে সালাত আদায় সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তুমি যখন একটিমাত্র কাপড় পরিধান করে সালাত আদায় করবে তখন যদি কাপড়টি বড় বা প্রশস্ত হয় তাহলে তুমি তা চাদরের মতো করে গায়ে জড়িয়ে নেবে । আর যদি কাপড়টি ছোট হয় তাহলে ইযার বা লুঙ্গি বানিয়ে কোমরে পেঁচিয়ে পরিধান করবে।
عن جابر رضي الله عنه في الصلاة في الثوب الواحد مرفوعا: إن كان واسعا فالتحف به وإن كان ضيقا فاتزر به. (إذا كان واسعا فخالف بين طرفيه

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৯৯
একটিমাত্র কাপড়ে সালাত আদায় ও সালাতের জন্য সাজগোজ বিষয়ে
(৩৯৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুই কাঁধের উপরে কাপড়ের কিছু অংশ না রেখে শুধুমাত্র একটি কাপড়ে তোমাদের কেউ সালাত আদায় করবে না।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: لا يصلي أحدكم في الثوب الواحد ليس على عاتقيه شيء

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৪০০
একটিমাত্র কাপড়ে সালাত আদায় ও সালাতের জন্য সাজগোজ বিষয়ে
(৪০০) উম্মু সালামাহ রা. থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করেন, একজন মহিলা কি ইযার পরিধান ছাড়া শুধুমাত্র ওড়না ও সেমিজ বা ম্যাক্সি পরিধান করে সালাত আদায় করতে পারে? তিনি উত্তরে বলেন, সেমিজ বা ম্যাক্সি যদি এমন বড় হয় যে পায়ের উপরিভাগ পর্যন্ত আবৃত করে রাখে তাহলে (পারবে)।
عن أم سلمة رضى الله عنها أنها سألت النبي صلى الله عليه وسلم أتصلي المرأة في درع وخمار ليس عليها إزار؟ قال إذا كان الدرع سابغا يغطي ظهور قدميها

তাহকীক:
তাহকীক চলমান