ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৯০
স্বাধীন নারীগণ ও ক্রীতদাসীগণের আবৃতব্য গুপ্তাঙ্গ
(৩৯০) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নারীদেহ আবৃতব্য গুপ্তাঙ্গ। যখন কোনো নারী বাইরে বের হন তখন শয়তান তার দিকে দৃষ্টি তুলে তাকায়।
عن عبد الله رضي الله عنه مرفوعا: المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯১
স্বাধীন নারীগণ ও ক্রীতদাসীগণের আবৃতব্য গুপ্তাঙ্গ
(৩৯১) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, কুরআন কারীমে মহিমাময় আল্লাহ ইরশাদ করেছেন, 'মুমিন নারীগণ যেন যা সাধারণত প্রকাশ থাকে তা ব্যতীত তাদের আভরণ প্রদর্শন না করে'** এই আয়াতের ব্যাখ্যায় ‘সাধারণভাবে প্রকাশ থাকে ও প্রকাশ করা বৈধ’ অঙ্গের বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নারীর মুখমণ্ডল ও তার দুই হাতের তালুদ্বয়।
عن ابن عباس رضي الله عنه مرفوعا: في قوله تعالى: ولا يبدين زينتهن إلا ما ظهر منها قال: وجهها وكفيها
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯২
স্বাধীন নারীগণ ও ক্রীতদাসীগণের আবৃতব্য গুপ্তাঙ্গ
(৩৯২) আয়িশা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, মাথার কাপড় ছাড়া আল্লাহ কোনো বয়ঃপ্রাপ্তা বা সাবালিকা নারীর সালাত কবুল করেন না ।
عن عائشة رضي الله عنها مرفوعا: لا يقبل الله صلاة حائض إلا بخمار
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৩
স্বাধীন নারীগণ ও ক্রীতদাসীগণের আবৃতব্য গুপ্তাঙ্গ
(৩৯৩) উমার ইবন খাত্তাব রা. থেকে বর্ণিত, তিনি একজন ক্রীতদাসীকে মাথা আবৃত অবস্থায় দেখতে পান। তিনি তাকে আঘাত করেন ও বলেন, তোমার মাথা অনাবৃত করে রাখো। স্বাধীন সাধারণ নারীদের মতো চলবে না।
عن عمر رضي الله عنه أنه ضرب أمة رآها متقنعة وقال: اكشفي رأسك لا تشبهين بالحرائر
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান