ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৪০৮
কিবলা অনুসন্ধান করা
(৪০৮) মুআয রা. বলেন, আমরা এক সফরে মেঘাচ্ছন্ন দিনে রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে কিবলা বাদে অন্য দিকে মুখ করে সালাত আদায় করি। সালাত শেষ করার পরে সূর্য বেরিয়ে পড়ে। তখন আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমরা তো কিবলা বাদে অন্য দিকে সালাত আদায় করেছি । তখন তিনি বলেন, তোমাদের সালাত সঠিকরূপে আল্লাহর নিকট উত্থিত হয়েছে।
عن معاذ بن جبل رضي الله عنه قال: صلينا مع رسول الله صلى الله عليه وسلم في يوم غيم في سفر إلى غير القبلة فلما قضى الصلاة وسلم تجلت الشمس فقلنا: يا رسول الله صلينا إلى غير القبلة فقال: قد رفعت صلاتكم بحقها إلى الله عز وجل

তাহকীক:
তাহকীক চলমান