ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪০৯
নামাযের অধ্যায়
যানবাহনের উপর সালাত আদায়কারীর কিবলা
(৪০৯) আমির ইবন রাবীআহ রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখলাম, তিনি উটের উপরে বসে নফল সালাত আদায় করছেন। তিনি (রুকু ও সাজদার জন্য) তাঁর মাথা ঝুঁকিয়ে ইশারা করছেন । যেদিকেই তাঁর গতি ছিল সেদিকেই মুখ করে তিনি সালাত আদায় করছিলেন । (বুখারি ও মুসলিম। বুখারির বর্ণনায় অতিরিক্ত বলেন, তিনি মাথা ঝুঁকিয়ে ইশারা করছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) ফরয সালাত আদায়ে এরূপ করতেন না)।
كتاب الصلاة
عن عامر بن ربيعة رضي الله عنه قال: رأيت رسول الله صلى الله عليه وسلم وهو على الراحلة يسبح يومئ برأسه قبل أي وجه توجه... يومئ برأسه ولم يكن رسول الله صلى الله عليه وسلم يصنع ذلك في الصلاة المكتوبة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪১০
নামাযের অধ্যায়
যানবাহনের উপর সালাত আদায়কারীর কিবলা
(৪১০) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সফর করতেন এবং সফর অবস্থায় নফল সালাত আদায় করতে ইচ্ছা করতেন তখন তিনি উটসহ কিবলার দিকে মুখ করে তাকবীরে তাহরীমা বলতেন। এরপর তাঁর বাহন যেদিকে চলত সেদিকে ফিরেই সালাত আদায় করতেন।
كتاب الصلاة
عن أنس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان إذا سافر فأراد أن يتطوع استقبل بناقته القبلة فكبر ثم صلى حيث وجهه ركابه
হাদীস নং: ৪১১
নামাযের অধ্যায়
যানবাহনের উপর সালাত আদায়কারীর কিবলা
(৪১১) ইয়া'লা ইবন উমাইয়া থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বৃষ্টির কারণে ফরয সালাত উটের পিঠে বসে আদায় করেন। সঙ্গী সাহাবিগণও তাদের উটের পিঠের উপর বসে আদায় করেন। তিনি রুকু সাজদার জন্য মাথা ঝুঁকিয়ে ইশারা করছিলেন।
كتاب الصلاة
عن يعلى بن أمية أنه صلى الله عليه وسلم صلى المكتوبة على راحلته والقوم على رواحلهم يؤمي إنماء لأجل المطر
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪১২
নামাযের অধ্যায়
যানবাহনের উপর সালাত আদায়কারীর কিবলা
(৪১২) ইয়া'লা ইবন মুররাহ রা. বলেন, (তারা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে এক সফরে ছিলেন) সালাতের সময় উপস্থিত হলে বৃষ্টিপাত শুরু হয়। তাদের উপরে আসমান এবং নীচে আর্দ্র-কর্দমাক্ত যমিন । তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর উটের পিঠে বসা অবস্থায় আযান দিলেন এবং ইকামত দিলেন। অতঃপর তিনি তাঁর বাহনের উপরে বসেই সামনে এগিয়ে গেলেন এবং উপস্থিত সবাইকে নিয়ে ইমামতি করে সালাত আদায় করলেন । তিনি মাথা ঝুঁকিয়ে ইশারা করছিলেন।
كتاب الصلاة
عن يعلى بن مرة رضي الله عنه (أنهم كانوا مع النبي صلى الله عليه وسلم في مسير) وحضرت الصلاة فمطروا السماء من فوقهم والبلة من أسفل منهم فأذن رسول الله صلى الله عليه وسلم وهو على راحلته وأقام فتقدم على راحلته فصلى بهم يومئ إيماء
tahqiq

তাহকীক: