ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪১০
যানবাহনের উপর সালাত আদায়কারীর কিবলা
(৪১০) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সফর করতেন এবং সফর অবস্থায় নফল সালাত আদায় করতে ইচ্ছা করতেন তখন তিনি উটসহ কিবলার দিকে মুখ করে তাকবীরে তাহরীমা বলতেন। এরপর তাঁর বাহন যেদিকে চলত সেদিকে ফিরেই সালাত আদায় করতেন।
عن أنس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان إذا سافر فأراد أن يتطوع استقبل بناقته القبلة فكبر ثم صلى حيث وجهه ركابه

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, 'তিনি ফরয সালাতে এরূপ করতেন না' অর্থ তিনি বিনা ওযরে ফরয সালাতে এরূপ করতেন না। অন্যথায় ওযর থাকলে ফরয সালাতও এরূপভাবে বাহনের পিঠে কিবলা ছাড়া অন্য দিকে মুখ করে আদায় করা যায়। নিম্নের হাদীস থেকে তা বোঝা যায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৪১০ | মুসলিম বাংলা