ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪০৯
যানবাহনের উপর সালাত আদায়কারীর কিবলা
(৪০৯) আমির ইবন রাবীআহ রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখলাম, তিনি উটের উপরে বসে নফল সালাত আদায় করছেন। তিনি (রুকু ও সাজদার জন্য) তাঁর মাথা ঝুঁকিয়ে ইশারা করছেন । যেদিকেই তাঁর গতি ছিল সেদিকেই মুখ করে তিনি সালাত আদায় করছিলেন । (বুখারি ও মুসলিম। বুখারির বর্ণনায় অতিরিক্ত বলেন, তিনি মাথা ঝুঁকিয়ে ইশারা করছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) ফরয সালাত আদায়ে এরূপ করতেন না)।
عن عامر بن ربيعة رضي الله عنه قال: رأيت رسول الله صلى الله عليه وسلم وهو على الراحلة يسبح يومئ برأسه قبل أي وجه توجه... يومئ برأسه ولم يكن رسول الله صلى الله عليه وسلم يصنع ذلك في الصلاة المكتوبة
