ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪১১
যানবাহনের উপর সালাত আদায়কারীর কিবলা
(৪১১) ইয়া'লা ইবন উমাইয়া থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বৃষ্টির কারণে ফরয সালাত উটের পিঠে বসে আদায় করেন। সঙ্গী সাহাবিগণও তাদের উটের পিঠের উপর বসে আদায় করেন। তিনি রুকু সাজদার জন্য মাথা ঝুঁকিয়ে ইশারা করছিলেন।
عن يعلى بن أمية أنه صلى الله عليه وسلم صلى المكتوبة على راحلته والقوم على رواحلهم يؤمي إنماء لأجل المطر
