ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪১২
যানবাহনের উপর সালাত আদায়কারীর কিবলা
(৪১২) ইয়া'লা ইবন মুররাহ রা. বলেন, (তারা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে এক সফরে ছিলেন) সালাতের সময় উপস্থিত হলে বৃষ্টিপাত শুরু হয়। তাদের উপরে আসমান এবং নীচে আর্দ্র-কর্দমাক্ত যমিন । তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর উটের পিঠে বসা অবস্থায় আযান দিলেন এবং ইকামত দিলেন। অতঃপর তিনি তাঁর বাহনের উপরে বসেই সামনে এগিয়ে গেলেন এবং উপস্থিত সবাইকে নিয়ে ইমামতি করে সালাত আদায় করলেন । তিনি মাথা ঝুঁকিয়ে ইশারা করছিলেন।
عن يعلى بن مرة رضي الله عنه (أنهم كانوا مع النبي صلى الله عليه وسلم في مسير) وحضرت الصلاة فمطروا السماء من فوقهم والبلة من أسفل منهم فأذن رسول الله صلى الله عليه وسلم وهو على راحلته وأقام فتقدم على راحلته فصلى بهم يومئ إيماء
