ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪১৩
দাঁড়ানো, তাকবীর, কিরাআত, রুকু, দুই সাজাদা, শেষ বৈঠক
(৪১৩) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তুমি সালাতে দাঁড়াবে তখন পূর্ণরূপে ওযু করবে। এরপর কিবলামুখি হবে। এরপর আল্লাহু আকবার' বলবে। এরপর কুরআন থেকে তোমার কাছে সহজ যা আছে তা তিলাওয়াত করবে। এরপর তুমি রুকু করে রুকুরত অবস্থায় পরিপূর্ণ স্থির হবে। এরপর মাথা তুলবে এবং পরিপূর্ণ সোজা হয়ে দাঁড়াবে। এরপর সাজদা করবে এবং সাজদারত অবস্থায় পরিপূর্ণ স্থির হবে । এরপর উঠে পরিপূর্ণ স্থির হয়ে বসবে। এরপর সাজদা করবে এবং সাজদারত অবস্থায় পরিপূর্ণ স্থির হবে। এরপর উঠে পরিপূর্ণ স্থির হয়ে বসবে। অন্য বর্ণনায় আছে, এরপর পরিপূর্ণ সোজা হয়ে দাঁড়াবে। অতঃপর তুমি তোমার পুরো সালাতে এইরূপ করবে।
عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: إذا قمت إلى الصلاة فأسبغ الوضوء ثم استقبل القبلة فكبر ثم اقرأ بما تيسر معك من القرآن ثم اركع حتى تطمئن راكعا ثم ارفع حتى تستوي قائما ثم اسجد حتى تطمئن ساجدا ثم ارفع حتى تطمئن جالسا ثم اسجد حتى تطمئن ساجدا ثم ارفع حتى تطمئن جالسا، وفي لفظ: حتى تستوي قائما ثم افعل ذلك في صلاتك كلها
