ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪১৪
দাঁড়ানো, তাকবীর, কিরাআত, রুকু, দুই সাজাদা, শেষ বৈঠক
(৪১৪) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাকে তাশাহহুদ শিক্ষা দিয়ে বলেন, তুমি এই তাশাহহুদ বললে বা তা পালন করলে তোমার সালাত পূর্ণ হয়ে যাবে।
عن ابن مسعود رضي الله عنه قال له رسول الله صلى الله عليه وسلم حين علمه التشهد: إذا قضيت هذا أو قال: فإذا فعلت هذا (في لفظ: إذا قلت هذا) فقد قضيت صلاتك
