ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪০৭
কিবলামুখি হওয়া
(৪০৭) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী স্থান পুরোটাই কিবলা।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: ما بين المشرق والمغرب قبلة

হাদীসের ব্যাখ্যা:

[এ কথা নবীজি (ﷺ) মদীনাবাসীদেরকে বলেছেন। মদীনা থেকে কিবলা দক্ষিণ দিকে। তাই তিনি মদীনাবাসীদেরকে জানাচ্ছেন, পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী যে দক্ষিণ দিক, যে দিকে কাবাগৃহ অবস্থিত, সে দিকের পুরোটাই কিবলা। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৪০৭ | মুসলিম বাংলা