ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪০৬
কিবলামুখি হওয়া
(৪০৬) ইবন আব্বাস রা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করলেন তখন তাঁর সকল কোণে দুআ করেন।... এরপর যখন তিনি বেরিয়ে আসলেন তখন কা'বার সামনে দুই রাকআত সালাত আদায় করেন এবং বলেন, এটিই কিবলা।
عن ابن عباس رضي الله عنهما قال: لما دخل النبي صلى الله عليه وسلم البيت دعا في نواحيه كلها... فلما خرج ركع ركعتين في قبل الكعبة وقال : هذه القبلة
