ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪০৫
কিবলামুখি হওয়া
(৪০৫) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, মানুষেরা কুবায় ফজরের সালাত আদায় করছিলেন, এমতাবস্থায় একজন আগন্তুক তাদের নিকট আগমন করে বলেন, গতরাতে রাসূলুল্লাহ (ﷺ) এর উপর কুরআন নাযিল হয়েছে এবং তাঁকে কা'বার দিকে মুখ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
عن عبد الله بن عمر رضي الله عنه قال: بينما الناس في صلاة الصبح بقباء إذ جاءهم آت فقال: إن رسول الله صلى الله عليه وسلم قد أنزل عليه الليلة قرآن وقد أمر أن يستقبل الكعبة
