ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৫৯
আযান ও ইকামতের উত্তর প্রদান
(৩৫৯) আবু সায়ীদ খুদরি রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা যখন আযান শুনবে তখন মুয়াযযিন যা বলে তোমরা তা বলবে।
عن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا سمعتم النداء فقولوا مثل ما يقول المؤذن

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৩৬০
আযান ও ইকামতের উত্তর প্রদান
(৩৬০) আবু উমামা বা কোনো একজন সাহাবি থেকে বর্ণিত, বিলাল ইকামত দিতে শুরু করেন। যখন তিনি 'কাদ কামাতিস সালাহ’ বলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, أَقَامَهَا اللهُ وَأَدَامَهَا আল্লাহ সালাতকে প্রতিষ্ঠিত করুন এবং চিরস্থায়ী করুন' । বাকি ইকামতে তিনি আযানের বিষয়ে উমার রা.র হাদীসের অনুরূপ বলেন ।
عن أبي أمامة أو عن بعض أصحاب النبي صلى الله عليه وسلم أن بلالا أخذ في الإقامة فلما أن قال قد قامت الصلاة قال النبي صلى الله عليه وسلم: أقامها الله وأدامها وقال في سائر الإقامة كنحو حديث عمر رضي الله عنه في الأذان

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৩৬১
আযান ও ইকামতের উত্তর প্রদান
(৩৬১)উমার ইবনুল খাত্তাব রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, (যখন মুয়াযযিন আযানের বাক্যগুলো বলবে তখন যদি কেউ সেই বাক্যগুলো বলে...) অতঃপর যখন মুয়াযযিন 'হাইয়া আলাস সালাহ’ বলবে তখন সে 'লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ' বলে, অতঃপর যখন মুয়াযযিন 'হাইয়া আলাল ফালাহ' বলবে তখন সে 'লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ' বলে... যদি কেউ এভাবে মুয়াযযিনের সাথে আযানের বাক্যগুলো অন্তর থেকে বলে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে।
عن عمر بن الخطاب رضي الله عنه مرفوعا: (إذا قال المؤذن الله أكبر الله أكبر فقال أحدكم الله أكبر)... ثم قال حي على الصلاة قال لا حول ولا قوة إلا بالله ثم قال حي على الفلاح قال لا حول ولا قوة إلا بالله ... من قلبه دخل الجنة

তাহকীক:
তাহকীক চলমান
