ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৬০
আযান ও ইকামতের উত্তর প্রদান
(৩৬০) আবু উমামা বা কোনো একজন সাহাবি থেকে বর্ণিত, বিলাল ইকামত দিতে শুরু করেন। যখন তিনি 'কাদ কামাতিস সালাহ’ বলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, أَقَامَهَا اللهُ وَأَدَامَهَا আল্লাহ সালাতকে প্রতিষ্ঠিত করুন এবং চিরস্থায়ী করুন' । বাকি ইকামতে তিনি আযানের বিষয়ে উমার রা.র হাদীসের অনুরূপ বলেন ।
عن أبي أمامة أو عن بعض أصحاب النبي صلى الله عليه وسلم أن بلالا أخذ في الإقامة فلما أن قال قد قامت الصلاة قال النبي صلى الله عليه وسلم: أقامها الله وأدامها وقال في سائر الإقامة كنحو حديث عمر رضي الله عنه في الأذان
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসের ভিত্তিতে প্রমাণিত হয় যে, মুআজ্জিন ইকামাতের সময় যে শব্দগুলো উচ্চারণ করে সেগুলো দ্বারা ইকামাতের জবাব দেয়া মুসত্মাহাব। আর মুআজ্জিন যখন قد قامت الصلاة বলবেন তখন শ্রোতারা তার জবাবে أَقَامَهَا الله وَأَدَامَهَا বলবে। এটাই হানাফী মাযহাবের মত। (আলমগিরী: ১/৫৭)
