ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৬২
ওসীলাহর দুআ
(৩৬২) জাবির ইবন আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আযান শ্রবণের সময় বলবে, 'হে আল্লাহ, এই পূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠতব্য সালাতের প্রভু, আপনি মুহাম্মাদকে প্রদান করুন জান্নাতের সর্বোচ্চ স্থান এবং মর্যাদা এবং উত্থিত করুন তাঁকে প্রশংসিত স্থানে, যার ওয়াদা আপনি করেছেন তার জন্য কিয়ামতের দিন আমার শাফাআত প্রাপ্য হবে।
عن جابر بن عبد الله رضي الله عنه مرفوعا: من قال حين يسمع النداء: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته حلت له شفاعتي يوم القيامة

তাহকীক:
তাহকীক চলমান
