ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৫৭
নামাযের অধ্যায়
আযানের মধ্যে ডানে-বামে ঘাড় ঘোরানো ও কানে আঙুল দেওয়া
(৩৫৭) আবু জুহাইফা রা. বলেন, আমি দেখলাম বিলাল আযান দিচ্ছেন এবং ঘুরছেন। তার মুখ একবার এদিকে একবার ওদিকে করছেন, আর তার দুইআঙুল তার দুইকানের মধ্যে রয়েছে।
كتاب الصلاة
عن أبي جحيفة رضي الله عنه قال: رأيت بلالا يؤذن ويدور ويتبع فاه هاهنا وهاهنا وإصبعاه في أذنيه
হাদীস নং: ৩৫৮
নামাযের অধ্যায়
আযানের মধ্যে ডানে-বামে ঘাড় ঘোরানো ও কানে আঙুল দেওয়া
(৩৫৮) আবু জুহাইফা রা. অন্য বর্ণনায় বলেন, আমি বিলালকে আযান দিতে দেখলাম। তিনি যখন 'হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ' বললেন তখন তার গ্রীবা ডানে এবং বামে ঘোরালেন, তবে তিনি পুরো ঘুরলেন না।
كتاب الصلاة
عن أبي جحيفة رضي الله عنه فيه: ...فلما بلغ حي على الصلاة حي على الفلاح لوى عنقه يمينا وشمالا ولم يستدر