ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৩৫৪
নামাযের অধ্যায়
ফজরের আযানের বিশেষ আহ্বান
(৩৫৪) আনাস রা. বলেন, সুন্নত হল, যখন ফজরের আযানে মুয়াযযিন ‘হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ' বলবে, তখন 'আস সালাতু খাইরুম মিনান নাউম, আস সালাতু খাইরুম মিনান নাউম' বলবে।
كتاب الصلاة
عن أنس رضي الله عنه قال: من السنة إذا قال المؤذن أذان الفجر: حي على الفلاح قال: الصلاة خير من النوم الصلاة خير من النوم
তাহকীক:
হাদীস নং: ৩৫৫
নামাযের অধ্যায়
ফজরের আযানের বিশেষ আহ্বান
(৩৫৫) বিলাল রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে নির্দেশ দেন যে, ফজরের সালাত ছাড়া অন্য কোনো সালাতে আমি বিশেষভাবে ডাকব না।
كتاب الصلاة
عن بلال رضي الله عنه قال: أمرني رسول الله صلى الله عليه وسلم أن لا أثوب إلا في الفجر
তাহকীক:
হাদীস নং: ৩৫৬
নামাযের অধ্যায়
ফজরের আযানের বিশেষ আহ্বান
(৩৫৬) আবু মাহযুরা রা. বলেন, আমি ফজরের প্রথম আযানে বলতাম, 'হাইয়া আলাল ফালাহ, আস সালাতু খাইরুম মিনান নাউম, আস সালাতু খাইরুম মিনান নাউম'।
كتاب الصلاة
عن أبي محذورة رضي الله عنه قال: كنت أقول في أذان الفجر الأول: حي على الفلاح الصلاة خير من النوم الصلاة خير من النوم
তাহকীক: