ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৫৪
ফজরের আযানের বিশেষ আহ্বান
(৩৫৪) আনাস রা. বলেন, সুন্নত হল, যখন ফজরের আযানে মুয়াযযিন ‘হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ' বলবে, তখন 'আস সালাতু খাইরুম মিনান নাউম, আস সালাতু খাইরুম মিনান নাউম' বলবে।
عن أنس رضي الله عنه قال: من السنة إذا قال المؤذن أذان الفجر: حي على الفلاح قال: الصلاة خير من النوم الصلاة خير من النوم
হাদীসের ব্যাখ্যা:
হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, ফজরের আযানে حَيَّ عَلَى الْفَلَاحِ বলার পর দু’বার الصلاة خير من النوم বলা সুন্নাত। আর এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৩৮৮)
