ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৫৫
ফজরের আযানের বিশেষ আহ্বান
(৩৫৫) বিলাল রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে নির্দেশ দেন যে, ফজরের সালাত ছাড়া অন্য কোনো সালাতে আমি বিশেষভাবে ডাকব না।
عن بلال رضي الله عنه قال: أمرني رسول الله صلى الله عليه وسلم أن لا أثوب إلا في الفجر

হাদীসের ব্যাখ্যা:

হাদীসে ‘তাসবীব' শব্দ বলা হয়েছে। এর অর্থ বিশেষ করে ডাকা বা পুনরায় ডাকা। ফজরের সালাতের বিশেষ ডাকা হল 'আস সালাতু খাইরুম মিনান নাউম, আস সালাতু খাইরুম মিনান নাউম' বলা। (অনুবাদক)
[শুআইব আরনাউত বলেন, হাদীসটির সনদ দুর্বল, তবে একাধিক সনদ ও শাহিদের কারণে হাসান বলে গণ্য। দেখুন: তাহকীক মুসনাদ আহমাদ ৩৯/৩৩৯। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান