ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৫৬
ফজরের আযানের বিশেষ আহ্বান
(৩৫৬) আবু মাহযুরা রা. বলেন, আমি ফজরের প্রথম আযানে বলতাম, 'হাইয়া আলাল ফালাহ, আস সালাতু খাইরুম মিনান নাউম, আস সালাতু খাইরুম মিনান নাউম'।
عن أبي محذورة رضي الله عنه قال: كنت أقول في أذان الفجر الأول: حي على الفلاح الصلاة خير من النوم الصلاة خير من النوم

হাদীসের ব্যাখ্যা:

হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, ফজরের আযানে حَيَّ عَلَى الْفَلَاحِ বলার পর দু’বার الصلاة خير من النوم বলা সুন্নাত। আর এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৩৮৮)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৩৫৬ | মুসলিম বাংলা