ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৩১২
নামাযের অধ্যায়
মেঘলা দিনে মুসতাহাব সময়
(৩১২) তাবিয়ি আব্দুল আযীয ইবন রুফাই (মৃঃ ১৩০ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা মেঘের দিনে আসরের সালাত আগে আদায় করবে ।
كتاب الصلاة
عن عبد العزيز بن رفيع مرفوعا: عجلوا صلاة العصر في يوم الغيم... عجلوا صلاة النهار في يوم الغيم وأخروا المغرب
তাহকীক:
হাদীস নং: ৩১৩
নামাযের অধ্যায়
মেঘলা দিনে মুসতাহাব সময়
(৩১৩) উমার রা. বলেছেন, যদি মেঘলা দিন হয় তাহলে যুহরের সালাত দেরি করে (শেষ ওয়াক্তে) আদায় করবে এবং আসরের সালাত আগে (প্রথম ওয়াক্তে) আদায় করবে ।
كتاب الصلاة
عن عمر رضي الله عنه موقوفا: إذا كان يوم غيم فأخروا الظهر وعجلوا العصر
তাহকীক: